চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া নিয়ে যা বললেন লিটন

Jan 13, 2025 - 11:13
 0  1
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া নিয়ে যা বললেন লিটন
ছবি : সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগেই জানা গিয়েছিল এই দলে থাকবেন না দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। শুধু তাই নয়, ১৫ সদস্যের দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের। বেশ লম্বা সময় ধরে ব্যাট হাসছিলো না লিটনের। সবশেষ ১৫ মাসে আগে একদিনের ক্রিকেটে অর্ধশতক করেন দাস। ফলে তার রান খরায় কাটা পড়তে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে থেকে।

লিটন বাদ পড়ায় দলে জায়গা ধরে রেখেছেন পারভেজ হোসেন ইমন। যদিও এখনও ওয়ানডে অভিষেক হয়নি ২২ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যানের। তবে বাদ পড়ার দিনেই বিপিএলে শতক হাঁকিয়েছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নাই। ওটা নির্বাচকদের কল সম্পূর্ণ। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের কল। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন। ওটার জন্য আপসেট ছিলাম, কীভাবে ডেলিভার করা যায় পারফরম্যান্স।’

এ সময় নিজের মানসিক অবস্থা ম্যাচের আগে এবং পরে একই আছে উল্লেখ করে লিটন বলেন, ‘ম্যাচের আগে যে মাইন্ড সেটআপ ছিল, পরেও একই আছে। আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটা ইতোমধ্যেই অতীত। আমি হয়তো ক্যারিয়ারে একটা ভালো ইনিংস খেলেছি। কিন্তু পরের ম্যাচে আবার আমাকে শূন্য থেকেই করতে হবে। ব্যাক অব মাইন্ডে এটাই থাকবে যে, আবার নতুন করে আমার ইনিংস গোছাতে হবে। পরিশ্রম করবো, দেখা যাক কী হয়।’

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার কারণ নিয়ে পরিষ্কার বার্তা পেয়েছেন কি না- এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘ক্লিয়ার মেসেজ দেয়া হয়েছে (বাদ পড়া নিয়ে)। আসলে নির্বাচকদের তরফ থেকে না, কী কারণে রাখা হয়নি এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায় যে, কী কারণে রাখা হয়নি। আপনি যদি দেখেন, কী কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরম্যান্স ছিল না। আপনারাই নিউজ করেছেন। এটা ওপেন। এটা না জানার কিছু নাই।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow