সমালোচনা করতে গিয়ে আমরা যেনো জনগণের দাবি থেকে সরে না আসি : তারেক রহমান

Mar 11, 2025 - 20:03
 0  2
সমালোচনা করতে গিয়ে আমরা যেনো জনগণের দাবি থেকে সরে না আসি : তারেক রহমান
ছবি : সংগৃহীত

সমালোচনা করতে গিয়ে রাজনীতিবিদরা যেন জনগণের দাবি থেকে সরে না আসে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সমালোচনা করতে গিয়ে আমরা যেন জনগণের দাবি থেকে সরে না আসি। এমন হলে দেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে। জনগণের সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে রাজনৈতিক বির্তক আয়োজনের আহ্বান তারেক রহমানের।

সব দলের নিজস্ব প্রস্তাবনা দেয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান বলেন, শুধু সংস্কার, নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচন নয়, মানুষের জন্য স্বাস্থ্য, চিকিৎসা, বাজার ব্যবস্হা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ নিয়ে সব দলের নিজস্ব প্রস্তাবনা দেয়া প্রয়োজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow