সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও স্থানীয়রা

Aug 17, 2025 - 18:15
 0  2
সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও স্থানীয়রা
ছবি : সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি

সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায় নরসিংদী জেলার মনোহরদীর বাঘবের মোড়-শেখের বাজার সংযোগ সড়কে। দীর্ঘদিন ধরে চলমান এই জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়ছেন দুই শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ এলাকার সাধারণ পথচারীরা।

বিশেষ করে হাফিজপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এই সড়কটিতে গত ৫-৭ বছর ধরেই সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তাটি এড়িয়ে অনেকে বাধ্য হয়ে বিকল্প পথে যাতায়াত করছেন, যা সময় ও দুর্ভোগ দুটোই বাড়িয়ে দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার আশপাশের বাড়িঘর, দোকানপাট ও স্কুলের জন্য মাঠ ভরাট করার ফলে জায়গাটি একপ্রকার নিচু অঞ্চলে পরিণত হয়েছে। এতে প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। উপরন্তু, বহু পুরনো কয়েকটি কালভার্ট বন্ধ হয়ে যাওয়াও এই স্থায়ী জলাবদ্ধতার অন্যতম কারণ বলে জানান এলাকাবাসী।

তারা আরও জানান, বিষয়টি বারবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ এতদিন গ্রহণ করা হয়নি।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের শিবপুর উপবিভাগীয় প্রকৌশলী রাজীব কুমার দাস জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে রয়েছে। তিনি বলেন, বরাদ্দ প্রাপ্তির পরবর্তী সময়ে, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে রাস্তার উচ্চতা বাড়ানো এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষার্থী, অভিভাবক এবং পথচারীদের দাবি, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে এই বর্ষা মৌসুমে আরও দুর্ভোগ পোহাতে হবে, এবং শিক্ষার্থীদের স্কুলে যাওয়া-আসায় চরম প্রতিবন্ধকতা তৈরি হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow