সিরাজগঞ্জে মেরিনার্স গ্রুপের কারখানা উদ্বোধন, তিনশো লোকের কর্মসংস্থান

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে চালু হলো ঋণ ও সুদমুক্ত শিল্প প্রতিষ্ঠান মেরিনার্স গ্রুপের একটি কারখানা। মেরিনার্স পার্ক নামে এই কারাখানা থেকে শতভাগ হালাল খাদ্য উৎপাদন ও বিপনন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শুক্রবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন পরিষদের পাশে ফিতা কেটে এই কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেরিনার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শামীম আহমেদ।
এ সময় নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম, ইউনিয়ন জামায়াতরে আমীর মওলানা আব্দুল মালেক, সলঙ্গা থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তাসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কারখানার উদ্বোধন পূর্বে তিনি বলেন, আমরা এখানে মেরিনার্স ব্রেকার্স এন্ড বেভারেজ লিমিটেড কারখানা চালু করলাম।
শুধুমাত্র মেরিনারদের এই প্রথম বড় একটি প্রতিষ্ঠান। মেরিনার যখন শিপে থাকে। সেখান থেকে টাকাটা দেশে কাউকে পাঠালে সে যে দায়িত্ব নিয়ে কিছু করবে এটা আমাদের হয়ে ওঠে না। তাদের কষ্টের টাকা সঠিকভাবে ব্যবহৃত হয় না। আমি যখন এটা শুরু করি, তখন অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত হয়। বর্তমানে দেড় শতাধিক মেরিনার আমাদের সাথে যুক্ত আছে। শুধু দেশের নয়, বিদেশের মেরিনারগণও আমাদের প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করছে।
সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে আমরা প্লট বরাদ্দ পেয়েছি ৫০ হাজার স্কয়ার ফিট। ওখানে আমরা বড় পরিসরে প্রতিষ্ঠান গড়ে তুলবো। এখান প্যাকেজিং ফ্যাক্টরি গড়ে তোলা হবে।
বর্তমানে আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল যেটা আছে। আমাদের ৪শর মতো কর্মকর্তা-কর্মচারি আছে। নতুন এই প্রতিষ্ঠানে আমাদের কমপক্ষে ২শ/৩শ’র কর্মচারি লাগবে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা পাবনায় একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। কিন্তু স্থানীয় একটি চক্র নিজেদের দখলে নেওয়ার জন্য ষড়যন্ত্র করে আসছে। তারা আমাদের লোকজনের উপর হামলা চালিয়েছে।
What's Your Reaction?






