সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে বিক্ষোভ ও মানববন্দন

Aug 10, 2025 - 23:50
 0  2
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে বিক্ষোভ ও মানববন্দন
ছবি : সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের নির্যাতন, গুম, খুন, মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বদলগাছী উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।

রবিবার (১০ আগষ্ট) বেলা ১১ টায় বদলগাছী উপজেলার সাংবাদিকবৃন্দের আয়োজনে বদলগাছী উপজেলা পরিষদের সামনে বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু জর গিফারীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, এনটিভির অনলাইন (মহাদেবপুর-বদলগাছী) প্রতিনিধি মিঠু হাসান, দৈনিক করতোয়ার বদলগাছী প্রতিনিধি এমদাদুল হক দুলু, সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন,প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান। মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার রাতে গাজীপুর শহরে দুর্বৃত্তরা মোঃ আসাদুজ্জামান তুহিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের প্রাণ হারানো গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এমন ঘটনা শুধু সাংবাদিকদের নয়, পুরো সমাজকে আতঙ্কিত করছে।

বক্তারা আরও বলেন, অতি দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে,গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে ফাঁসি দিতে হবে, তুহিন এর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে,এছাড়া দেশের সকল সাংবাদিকদের মামলা হামলা থেকে রক্ষা করতে হবে। দেশের সাংবাদিকরা যদি নিরাপদে না থাকে তাহলে দেশের সাধারণ জনগণ কিভাবে নিরাপদ থাকবে। বিগত সময়ে সরকার সাংবাদিক নিরাপত্তা আইনের কথা শুধু মুখে বলেই শেষ, কোন আইন প্রণয়ন করেনি, আমরা এই মানববন্ধনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা কে জানাতে চাই আপনারা অতি দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন করুন। তা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।

মানববন্ধনে বদলগাছী প্রেসক্লাব, বদলগাছী সাংবাদিক সংস্থা, প্রেসক্লাব বদলগাছী, উপজেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, সেন্ট্রাল প্রেসক্লাব সহ ছয়টি সংগঠনের সাংবাদিক সদস্যরা এ মানববন্ধনে অংশ নেন। অংশগ্রহণকারীরা হাতে ‘সাংবাদিক হত্যা বন্ধ করোথ, ‘তুহিন হত্যার বিচার চাইথ, ‘গণমাধ্যমের কণ্ঠরোধ চলবে না ‘সাংবাদিক সুরক্ষা আইন চাই— এমন নানা শ্লোগান দেন।

বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবিরের সমাপনী বক্তব্যের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি ঘোষনা করা হয়। মানববন্ধন শেষে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow