নাটোরে মধ্যরাতে শেখ হাসিনার পক্ষে স্লোগান
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় মধ্যরাতে শেখ হাসিনার পক্ষে ঝটিকা স্লোগান দিয়ে মোটরসাইকেলে ওই এলাকা ত্যাগ করে কয়েক যুবক।
সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মাধনগর মৃধাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, ‘শেখ হাসিনা আবার ফিরবে’ স্লোগান দিয়ে মুহূর্তেই মেটরসাইকেলে পালিয়ে যায় কয়েকজন যুবক। স্থানীয়রা বের হলেও তাদের ধরতে পারেনি।
গ্রামপুলিশ নাজমুল হাসান জানান, রাতের আঁধারে কে বা কারা মোটরসাইকেল নিয়ে স্লোগান দিয়েছে। তবে স্লোগান দেওয়া কাউকে চেনা যায়নি।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লা আল বাকী সুমন বলেন, ‘স্লোগান দেওয়াদের খোঁজ করা হচ্ছে।’ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার ওপরও জোর দেন তিনি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জল রহমান বলেন, শেখ হাসিনার দোসর ও ফ্যাসিবাদের সমর্থকরা রাতে এসব স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। প্রশাসনের কাছে দাবি, তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হোক।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
What's Your Reaction?