উল্লাপাড়ায় স্কুল ছাত্রকে অপহরণের চেষ্টা, থানায় অভিযোগ

Aug 10, 2025 - 23:57
 0  2
উল্লাপাড়ায় স্কুল ছাত্রকে অপহরণের চেষ্টা, থানায় অভিযোগ
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস্ স্কুলের ভোকেশনাল শাখার ৯ম শ্রেণির ছাত্র মীর সাফায়ত রেজা সানিমকে অপহরণের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত।

শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উল্লাপাড়া R/S এ গিয়ে কলম কিনে ফেরার পথে এ ঘটনা ঘটে। এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ও উল্লাপাড়া সেনাবাহিনীর ক্যাম্পের কমান্ডার বারাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগি ছাত্র’র বাবা মো. রেজাউল করিম নয়ন।

অভিযোগে জানা গেছে, কলম কিনে বাড়ি ফেরার পথে স্থানীয় কিছু সন্ত্রাসী সানিমকে আটক করে পুলিশ পরিচয় দিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। এসময় তারা সানিমের পকেটে নেশা জাতীয় সামগ্রী ভরে দিয়ে তার কাছে টাকা দাবী করে। সানিমের কাছে টাকা নেই জানালে পরবর্তীতে সন্ত্রাসীরা তার বাবাকে কল দিয়ে টাকা চাইতে বলে। সানিম তাতে রাজি না হলে উক্ত ৩ সন্ত্রাসী একত্রিত হয়ে তাকে মারধর করে এবং ভয়ভীতি দেখায়।

একপর্যায়ে কিছু স্থানীয় লোকজনকে আসতে দেখে সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয় এবং সানিমকে বলে আজকে লোকজন আসায় তুই বেঁচে গেলি, পরবর্তীতে তুই স্কুলে যাওয়ার পথে ঠিকই তোকে ধরবো এবং তোর পরিবারের কাছে মুক্তিপণ চাইব।

ঘটনাটি সানিম তার বাবা রেজাউল করিম নয়নের কাছে খুলে বললে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় তার ছেলের দেওয়া বর্ণনা অনুযায়ী একজন সন্ত্রাসীকে চিহ্নিত করতে সক্ষম হয়। ঐ চিহ্নিত সন্ত্রাসীর নাম মোঃ হৃদয় হোসেন আকাশ, পিতা মোঃ রফিকুল ইসলাম, গ্রাম মন্ডলজানী।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, অভিযুক্ত হৃদয় হোসেন আকাশ একাধিক মামলার আসামি। গত ৭/৮/২০২৫ সে জামিনে মুক্তি পায়। তবে বাকি ২ জন সন্ত্রাসীকে সনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে ছেলের জীবনের নিরাপত্তার জন্য বাবাশঙ্কিত হয় আজকে সকালে উল্লাপাড়া মডেল থানা ও উল্লাপাড়া সেনাবাহিনীর ক্যাম্পের কমান্ডার বারাবর ছেলের নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়ের করেন।

তিনি উক্ত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানান, যাতে তার ছেলে সহ এলাকার অন্যান্য শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow