কণ্ঠশিল্পী কনকচাঁপার কর্মী-সমর্থকদের উপর হামলা, থানায় লিখিত অভিযোগ

Dec 5, 2024 - 21:42
Dec 6, 2024 - 00:25
 0  6
কণ্ঠশিল্পী কনকচাঁপার কর্মী-সমর্থকদের উপর হামলা, থানায় লিখিত অভিযোগ
কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। ছবি : সংগৃহীত

কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী রুমানা মোর্শেদ কনকচাঁপার কর্মী-সমর্থকদের উপর বিএনপির অন্য এমপি প্রার্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিরাজগঞ্জের কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার রাতে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে অভিযোগ দাখিল করেন।

বৃহস্পতিবার (৫ ডি‌সেম্বর) দুপুরে কাজিপুর থানার ওসি নুরে আলম বলেন, হামলার ঘটনায় রবিউল হাসান থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকার, জেলা যুবদলের সহ-সভাপতি মহসিন রেজা বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া এবং চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মান্নান।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, এমপি প্রার্থী কনকচাঁপার সমর্থক হওয়ায় অন্য এমপি প্রার্থী ও কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা এবং তার সমর্থকদের সঙ্গে বিরোধ চলছিল। গতকাল ৪ ডিসেম্বর দুপুরে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর বাজারে কনকচাঁপার পক্ষে প্রচারণা চালানোর সময় আসামিরা ধারালো ছুরি, রামদা, লোহার রড, কাঠের বাটাম এবং বাঁশের লাঠি নিয়ে হামলা চালায়। এতে কনকচাঁপার অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়া জেলার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। অভিযোগে আমার নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানি না। আমার কোনো সম্পৃক্ততা নেই।

প্রসঙ্গত, সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে কনকচাঁপা ২০১৮ সালে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নাসিমের কাছে পরাজিত হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow