সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল থেকে আহ্বায়কসহ পদত্যাগ করলেন ১৯ নেতাকর্মী

Sep 23, 2025 - 19:18
 0  4
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দল থেকে আহ্বায়কসহ পদত্যাগ করলেন ১৯ নেতাকর্মী
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ (উল্লাপাড়া) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যের নবগঠিত কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও চারজন যুগ্ম-আহ্বায়কসহ মোট ১৯ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিণচড়া বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতাদের অভিযোগ, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ সমর্থক আব্দুর রউফকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া অরাজনৈতিক ব্যক্তিরাও কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।

এর আগে, শনিবার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিবুল ইসলাম ও সদস্যসচিব রঞ্জু আহম্মেদ মুন্সী সই করা একটি পত্রে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। এতে আব্দুল লতিফ লেবুকে আহ্বায়ক ও আব্দুর রউফকে সদস্যসচিব করা হয়।

সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ লেবু তার লিখিত বক্তব্যে বলেন, কমিটি গঠনের সময় ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের উপেক্ষা করে ব্যক্তিস্বার্থে করা হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং অরাজনৈতিক ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। যাদের ব্যর্থতা ও অযোগ্যতার কারণে পূর্বের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল, পুনরায় তাদেরই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।

এতে আরও বলা হয়, যারা দলের দুঃসময়ে পাশে ছিল না, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে অথচ আমরা যারা নির্যাতিত, একাধিক মামলার আসামি ও রাজপথের কর্মী, আমাদের প্রতি চরম অবহেলা দেখানো হয়েছে।

নতুন কমিটির ৩১ সদস্যের মধ্যে আহ্বায়ক আব্দুল লতিফ তালুকদার লেবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, আনিছুর রহমান নান্নুসহ মোট ১৯ জন পদত্যাগের ঘোষণা দেন। তারা ত্যাগী ও নির্যাতিত কর্মীদের দিয়ে নতুনভাবে কমিটি গঠনের আহ্বান জানান।

এ প্রসঙ্গে সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিবুল ইসলাম বলেন, সাংগঠনিকভাবে ওই কমিটি আমি ও সদস্যসচিব অনুমোদন দিয়েছি সত্য। কিন্তু কমিটির তালিকা চূড়ান্ত করেছে জেলা কমিটি। আমরা শুধু স্বাক্ষর করেছি মাত্র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow