কালিয়াকৈরে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকালে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফাইনাল ফুটবল টুর্নামেন্টে দুই গ্রুপে চারটি দল অংশগ্রহণ করেন ১ম গ্রুপ (ছেলে) রজনী কান্ত বর্মন দল বনাম মোহাম্মদ মহসিন দল দ্বিতীয় গ্রুপে (মেয়ে) কৃষ্ণা রানী দল বনাম মিসরাত জাহান মৌসুমী দল অংশ গ্রহণ করে।
উক্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্টে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি এডহক কমিটি গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জনাব মোঃ হুমায়ুন কবির খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য এডহক কমিটি গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় জসিম উদ্দিন ও কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক সদস্য সোহেল রানা পৃষ্ঠপোষকতায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ বিপ্লব সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলা নিয়মিত করতে হবে। মোবাইলে ছেলে মেয়েরা গেইমে আসক্ত হয়ে গেছে, এই মোবাইলে আসক্ত দূর করতে হলে খেলাধুলার বিকল্প নাই। ফুটবল টুর্নামেন্টে প্রথম গ্রুপে (ছেলে) রজনীকান্ত বর্মন দল ২-১ গোলে মোহাম্মদ মহসিন দলকে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ হন হৃদয় হোসেন দ্বিতীয় গ্রুপে (মেয়ে) মিসরাত জাহান মৌসুমী দল ১-০ গোলে কৃষ্ণা রানী দলকে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ হন বিথী আক্তার।
What's Your Reaction?






