কুড়িগ্রামে দিনে-দুপুরে মোটরসাইকেলসহ ২ লক্ষ টাকা ছিনতাই

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
কুড়িগ্রামে দিনে-দুপুরে মোটরসাইকেল সহ প্রায় ২ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর তেলের পাম্পে (১১ মে) রোববার দুপুর ২ টার দিকে ভুক্তভোগী সুপারী ব্যবসায়ী জাহিদুল হক বাজাজ বক্সার গাড়িতে তেল নিতে গেলে ওই এলাকার আজিজুল গং কর্তৃক ছিনতাই এর শিকার হয়।
এসময় জাহিদুল হকের সাথে থাকা নগদ প্রায় ২ লক্ষ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় আজিজুল গং। ঘটনার পর জাহিদুল স্থানীয় লোকজন নিয়ে মোটরসাইকেল উদ্ধার করলেও টাকা উদ্ধার করতে পারেনি।
ওই রাতে ভুক্তভোগী জাহিদুল হক কুড়িগ্রাম সদর থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ করেন। কিন্তু পুলিশ প্রশাসন কর্তৃক এ পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীগণ। এ নিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
উল্লেখ্য, খোঁজ নিয়ে জানা গেছে এই ছিনতাইয়ের সাথে জড়িত আজিজুল গং ফ্যাসিস্টদের দোসর, এর আগেও তারা এ ধরনের অনেক কর্মকাণ্ড করেছেন বলে জানায় স্থানীয় বাসিন্দারা।
What's Your Reaction?






