ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ অফিস দখলে নিল ‘জুলাই যোদ্ধারা’

মোঃ হাবিব, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয় দখলে নিয়েছে ‘জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই কার্যালয়টি পরিত্যক্ত ছিল।
বুধবার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় অবস্থিত জেলা আওয়ামী লীগের তিনতলা ভবনবিশিষ্ট কার্যালয়টির তালা ভেঙ্গে ভেতরের আবর্জনা পরিস্কার করে নিজেদের ব্যানার টানিয়ে দেয় সংগঠনটি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ‘জুলাই যোদ্ধা’ নামের এই সংগঠনের একদল সদস্য হঠাৎ করেই ভবনটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ভবনটিতে সংগঠনের ব্যানার টানায়। সংগঠনটির সদস্যা ভবনের একটি কক্ষে কার্যালয় এবং আরেকটি কক্ষে জিমনেসিয়াম তৈরির ঘোষণা দেয়।
জুলাই যোদ্ধার আহ্বায়ক মোঃ রায়হান অপু বলেন, ‘নিষিদ্ধ রাজনৈতিক দলটির এই কার্যালয় বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আজ থেকে এটি আমাদের দখলে। এখান থেকেই আমরা উন্নয়নমূলক কার্যক্রম চালাব এবং দেশের কল্যাণে কাজ করব।’
সংগঠনটির নেতারা জানান, জুলাই যোদ্ধার পূর্ণাঙ্গ কমিটি এখনও ঘোষণা হয়নি, অচিরেই হবে।
আওয়ামী লীগ কার্যালয়টি দখলের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য দুলাল ইসলাম, রুবেল ইসলাম, তোফাজুল ইসলাম এবং সবুজ।
রায়হান অপু আরও বলেন, ‘আওয়ামী লীগ যেহেতু এখন নিষিদ্ধ একটি দল। তাই এ কার্যালয়ের আর দরকার নেই। এ ভবনে ছেলেদের জিমনেসিয়াম এবং সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হবে। যা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সহায়তা করবে।’
তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
What's Your Reaction?






