সাদুল্লাপুরে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থার এক কর্মীর ঝুলন্ত লাশ নিজ কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার ধাপেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের শাখা অফিসের দ্বিতীয় তলায় আবাসিক কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার।
বিল্লাল হোসেন (৩২) পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার কামাদপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে। তিনি এসকেএস ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ বিভাগে ধাপেরহাট শাখার সহকারী ব্যবস্থাপক ছিলেন।
সহকর্মীদের বরাতে পুলিশ পরিদর্শক স্বপন কুমার সরকার বলেন, বৃহস্পতিবার রাতে বিল্লাল হোসেন খাবার শেষে নিজ শয়ন ঘরে চলে যান। কিন্তু শুক্রবার সকালে ডাইনিংয়ে এ নাস্তা খেতে না এলে পাশের রুমের সহকর্মী স্বপন মিয়া তাকে অনেক ডাকাডাকি করেন।
কিন্তু কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে দরজা ভেঙে শয়ন ঘরের ফ্যানের সঙ্গে গলায় মাফলার পেচিয়ে ঝুলন্ত লাশ পাওয়া যায়।
ওই শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, বিল্লাল হোসেনের সঙ্গে তার স্ত্রীর কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ধারনা করা হচ্ছে সে কারণে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা করা হয়েছে।
মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
What's Your Reaction?






