গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে : মির্জা ফখরুল

Dec 14, 2024 - 16:02
 0  1
গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে : মির্জা ফখরুল
ছবি : সংগৃহীত

গণতন্ত্র হত্যা ও গণহত্যা করে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদীরা যাতে আর ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই বিপ্লবের চেতনাকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহবান জানান। 

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিএনপির মহাসচিব বলেন গণতন্ত্রকে ধ্বংস করে ও মানুষ হত্যা করে জনবিচ্ছিন্ন হয়ে গেছে আওয়ামী লীগ। বিএনপি শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের দেশ গড়ার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে বলেও জানান তিনি। 

শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন বাম দলের নেতারা বলেন জুলাই বিপ্লবের স্পিরিটকে কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

ছাত্র জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক ঐক্যের নেতারা বলেন ফ্যাসিবাদীদের বিচার এই বাংলার মাটিতেই হবে। 

গণহত্যাকারী ও মানুষের অধিকার হরণকারী দলের ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানায় ছাত্র জনতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow