গাইবান্ধা কারাগারে হাজতীর মৃত্যু

Sep 22, 2025 - 16:36
 0  13
গাইবান্ধা কারাগারে হাজতীর মৃত্যু
ছবি : সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না নামের এক হাজতী মারা গেছেন। সোমবার  (২২ সেপ্টেম্বর) গাইবান্ধা কারাগারের জেলার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আবু বক্কর সিদ্দিক গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।

জেলার আতিকুর রহমান জানান, গাইবান্ধা শহরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। চলতি মাসের ২ তারিখে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

তিনি আরো জানান, রোববার রাত সোয়া ১২ টায় তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

এদিকে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, দীর্ঘদিন তার সঙ্গে কাউকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। তাকে কৌশলে হত্যা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow