সৈয়দপুরে যাত্রী রেখে বিমান উড্ডয়ন, ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা

Aug 19, 2025 - 23:47
 0  2
সৈয়দপুরে যাত্রী রেখে বিমান উড্ডয়ন, ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা
ছবি : সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বড় ধরনের ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। রবিবার (১৮ আগস্ট) ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নির্ধারিত সময়ের প্রায় ১০ মিনিট আগেই উড্ডয়ন করায় ১৩ জন যাত্রী বিমানে উঠতে পারেননি। এ ঘটনায় টার্মিনালের ভেতরে ক্ষোভ প্রকাশ করেন বঞ্চিত যাত্রীরা।

ভুক্তভোগী যাত্রীরা জানান, বিমানবন্দর সড়কে চলমান মেলার কারণে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। দীর্ঘ যানজটে আটকে থেকে তারা বিমানবন্দরে পৌঁছাতে দেরি করেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই বিমান ছাড়ায় আর উঠতে পারেননি তারা। এসময় ক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করেন, প্রায়ই এই যানজটের কারণে ফ্লাইট মিসের ঘটনা ঘটছে।

ক্ষতিগ্রস্ত এক যাত্রী বলেন, “টিকিট কেটে আমরা নিয়মিত ভ্রমণ করি। কিন্তু বিমানবন্দরের সড়কে প্রতিদিনই মেলার কারণে ভয়াবহ যানজট থাকে। সেই সঙ্গে আজ বিমানও আগে ছেড়ে দেওয়ায় আমরা বঞ্চিত হলাম। আমাদের ক্ষতিপূরণ কে দেবে?”

এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের সুবিধার্থে তারা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেন। তবে বারবার যানজটের কারণে সমস্যা হচ্ছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, সৈয়দপুর বিমানবন্দর দেশের উত্তরাঞ্চলের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি। প্রতিদিন ঢাকা-সৈয়দপুর রুটে একাধিক ফ্লাইট চলাচল করে। কিন্তু সম্প্রতি বিমানবন্দর সড়কে ঘন ঘন মেলা ও অন্যান্য আয়োজনের কারণে যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow