শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ব্যবস্থা করে দিচ্ছেন বিএনপি নেতা লায়ন ফরিদ

Sep 22, 2025 - 16:41
 0  12
শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ব্যবস্থা করে দিচ্ছেন বিএনপি নেতা লায়ন ফরিদ
ছবি : সংগৃহীত

জসিম উদ্দিন, মোংলা

শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কুলে সুপেয় পানির ব্যবস্থা করে দিচ্ছেন মোংলা-রামপাল (বাগেরহাট) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

রবিবার বেলা ১১টায় বাগেরহাটের রামপালের 'রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়'র শিক্ষার্থীদের জন্য সেখানে স্থাপিত সুপেয় পানির উৎস'র (টিউবওয়েল) উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি ফিতা কেটে ও টিউবওয়েল চেপে নিজে পানি পান করার মধ্য দিয়ে সুপেয় পানির উৎস'র সূচনা করেন।

এর আগে তাকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয় কর্তৃপক্ষও। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গনে দুইটি ওষুধী গাছের চারা রোপন করেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
 
এ সময় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, রামপাল পাইলট বালিকা বিদ্যালয় এই জনপদের একটি পুরাতন প্রতিষ্ঠান। এখানকার পানীয়জলের জন্য একটি টিউবওয়েল খুবই প্রয়োজন ছিল। সেটি আজ পূরণ করা হলো। এসব ছোট ছোট কাজ সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা রাজনীতি করি তাদের মানুষের জন্য ও মানবকল্যাণে রাজনীতি করা উচিৎ। এ ধরণের দৃষ্টান্ত অন্যান্য জায়গায়ও ছড়িয়ে যাবে। মুলত শিক্ষাখাতে আমাদের বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবেই এ টিউবওয়েল স্থাপন।

তিনি আরো বলেন, সংকট ও চাহিদানুযায়ী মোংলা-রামপালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুপয়ে পানির উৎস্য সৃষ্টিতে টিউবওয়েল স্থাপনের কাজ চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow