ঘোড়াঘাটে করতোয়া নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা। এতে বিভিন্ন উপজেলার প্রতিযোগীরা অংশ নেন।
বুধবার (১৩ আগস্ট) বিকেল ৪ ঘটিকায় ঘোড়াঘাট উপজেলার সাতপাড়া করতোয়া নদীতে এ নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়।
প্রতি বছর এ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে আশপাশের বেশ কয়েকটি উপজেলার কয়েক হাজার লোক নদীর দুই তীরে ভিড় জমান। এর মধ্যে গ্রামীণ নারীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সারোয়ার হোসেন, ইউপি সদস্য গোলাম রব্বানী প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগীয় প্রথম স্থান অর্জন করেন ‘করতোয়া এক্সপ্রেস নলডাঙ্গা’ এবং দ্বিতীয় স্থান অধিকারী ‘দশের দোয়া এক্সপ্রেস (কুমারপুর)’।
সব শেষে প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।
What's Your Reaction?






