কাচা মাছ মাংস খেয়ে ভাইরাল গাইবান্ধার আব্দুল আজিজ

Feb 5, 2025 - 23:42
 0  1
কাচা মাছ মাংস খেয়ে ভাইরাল গাইবান্ধার আব্দুল আজিজ
ছবি : সংগৃহীত

মোঃ শুভ ইসলাম, গাইবান্ধা

কাঁচা মাছ, মাংস, সবজি, ফুল, লতা পাতা খাওয়ার দৃশ্য বিদেশি টিভির পর্দায় দেখলেও বাস্তবে এসব খেয়ে ভাইরাল গাইবান্ধার সত্তোরর্ধ আজিজ দীর্ঘ ১ যুগ থেকে এসব খেয়ে চলেছেন তিনি। নেই কোনো পার্শপ্রতিক্রিয়া। এলাকায় যিনি পরিচিত আজিজ ফকির নামে।

জানা গেছে, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশলি ডাঙা গ্রামে আব্দুল আজিজের বাড়ি। ২০ বছর আগে তার বাবা একদিন ভাত বন্ধ করে দেন। সেই রাগে রংপুরের বদরগঞ্জে চলে যান আজিজ। সেখানে গিয়ে দেখা হয় তান্ত্রিকের সাথে। তন্ত্রমন্ত্রের কাজ শেখেন তিনি। একদিন ওস্তাদের নির্দেশে একটি রুই মাছ ( কাঁচা) খেয়ে ফেলেন। সেই থেকেই তার এই যাত্রা শুরু। এরপর আর থেমে থাকেননি আজিজ। হাতের সামনে কাঁচা জিনিস পেলেই খান তিনি।

আজিজ বলেন, কাঁচা মাছ ও মাংস খেতে তার খুব মজা লাগে। কোনো অসুখ-বিসুখ হয় না। কিন্তু পরিবারের মানুষ এই বিষয়টিকে ভালোভাবে নেয় না। এমনকি তার এই কর্মকাণ্ডে তারা বিরক্ত। বিষয়টিকে ঘেন্নার চোখেই দেখেন। তবে এলাকার মানুষ এই বিষয়টিকে আনন্দের সাথেই গ্রহণ করেন।

তিনি আরও বলেন, কেউ কেউ বাজি ধরলেই তিনি কাঁচা সব খেয়ে ফেলেন এবং বাজিতে জিতেও যান। যিনি বাজি ধরেন তিনি প্রতিবারই হেরে যান। আল্লাহর নামে সব কাঁচা জিনিস খেয়েই হজম করতে পারেন তিনি।

এলাকার মানুষও জানালেন আজিজের এই বিরল কর্মকাণ্ডের কথা।

এ বিষয়ে ডা. আব্দুর রহিম বলেন, যারা কাচা মাছ মাংস খেয়ে থাকেন তাদের শরীরে এই ক্ষতিকারক ব্যাক্টেরিয়া টেপওয়ার্ম বা ফিতা কৃমি জন্ম নেয়। পরে অসংখ্য কৃমি ছড়িয়ে পড়ে দেহে। তারপর ওই কৃমি দলবদ্ধভাবে আক্রমণ করে লিভার, ফুসফুস, চোখ ও মস্তিষ্কে। শরীরের এই অংশ ফিতা কৃমির অতি প্রিয় খাদ্য। কৃমিরে এই আক্রমণের ফলে এক সময় দেহ অকেজো হয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow