জাতীয়তাবাদী মহিলা দল ঈদগাঁওয়ে ওয়ার্ড কমিটি অনুমোদন

আরিয়ান খান, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জাতীয়তাবাদী মহিলা দলের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মহিলা দলের আহ্বায়ক রোমেনা আফাজ ও সদস্য সচিব সুবর্ণা আতারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২ ওয়ার্ডের কমিটির অনুমোদন দেওয়া হয়।
উল্লেখিত ২ ওয়ার্ডের মধ্যে ৫নং ওয়ার্ডের ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি লুৎফুন্নাহার পিঙ্কি, সাধারণ সম্পাদক ছফুরা আক্তার ও সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন শাহেনা আক্তার।
৯নং ওয়ার্ডেরও ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটিতে সভাপতি আয়েশা বেগম, সাধারণ সম্পাদক আনোয়ারা বেগম ও সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ছারা খাতুন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধা ৬ টায় ঈদগাঁও উপজেলা বিএনপির কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছিদ্দিক, সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর বাঙালী, সাবেক যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও উপজেলা মহিলা দলের যুগ্ন আহ্বায়ক সুমাইয়া আক্তারসহ অসংখ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






