তরুণীকে ধর্ষণের চেষ্টা মামলায় এনসিপির নেতা গ্রেপ্তার
 
                                    চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার মামলায় এনসিপির নেতা আল আমিন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রী কালিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আল আমিন সৈকত ফরিদগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক। তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তরুণীর চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা। তিনি গত ৫ অক্টোবর ওই নেত্রী আল আমিনের বাড়ি ফরিদগঞ্জের শ্রীকালিয়া গ্রামে গিয়ে অনশন শুরু করেন। তার দাবি এনসিপির নেতা আল আমিন সৈকতের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিল। দীর্ঘদিনের সেই সম্পর্ক বিয়েতে রূপান্তর করার দাবিতে দুই দিন অনশন চলার পর বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি।
পরে গত ২৬ অক্টোবর ওই নেত্রী চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) অনুযায়ী একটি মামলা (নারী ও শিশু মামলা নং-৩৪৭/২০২৫) দায়ের করেন।
মামলাটি আদালত আমলে নিয়ে আল আমিন সৈকতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, ধর্ষণের চেষ্টা মামরায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী যৌথ বাহিনী এনসিপি নেতা আল আমিন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে এনসিপির চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মাহবুব আলম ওই তরুণীর অভিযোগ মিথ্যা দাবি করে ওই নেতাকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি বলেন, “এ ব্যাপারে আগে উভয় পক্ষকে নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে অন্তত ১০ জন আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উভয়ের কথা শুনে কোনো তথ্যপ্রমাণ না পাওয়ায় মেয়ের অভিভাবক তাকে বাসায় ফেরত নিয়ে যান। কিন্তু কোনো তদন্ত ছাড়াই মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 



 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                             
                                             
                                             
                                             
                                             
                                            