‘জয়বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ২০

Aug 13, 2025 - 13:24
 0  2
‘জয়বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, আহত ২০
ছবি : সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ উঠেছে। এ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন-২ এর কাছে এই ঘটনা ঘটে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, সোমবার সন্ধ্যার দিকে মাদারীপুর-১ আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর অনুসারীরা দলের ৩১ দফার লিফলেট বিতরণ করতে বের হন। তারা পৌরসভার চরশ্যামাইল এলাকায় লিফলেট বিতরণকালে শিবচর ইউপির (বর্তমানে পৌরসভা) সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে ছাত্রলীগ নেতা সুমন ফকিরের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথাকাটাকটি হয়। এক পর্যায়ে জয়বাংলা স্লোগান দিয়ে দেশি অস্ত্র নিয়ে লিফলেট বিতরণকারীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কয়েকজন ভুক্তভোগী জানান, ঘটনার দিন সন্ধ্যার পর তারা বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করতে করতে দত্তপাড়া হয়ে শিবচরের দিকে আসছিলেন। এ সময় চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে পৌঁছালে আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের নেতৃত্বে শতাধিক মানুষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পরিস্থিতি ভয়ানক ছিল। এ সময় বিএনপির অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রাণ বাঁচাতে অনেকে খাল-বিলে ঝাঁপ দেন।

ছাত্রলীগ নেতা সুমন ফকিরের ব্যক্তিগত নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় এখনও মামলা হয়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow