ঝলকাঠিতে তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝালকাঠিতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শরিবার বিকেলে শহরের আমতলা রোড বিএনপি কার্যালয়ে দুই শতাধিক পরিবারকে এ ইফতার সামগ্রী উপহার দেওয়া হয়।
ইফতার সামগ্রী তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নেতা বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল হক নান্নু, সুপ্রিম কোর্ট সহকারী ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট জহিরুল ইসলাম সুমন, জেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ আনিচুর রহমান খান,যুগ্ম আহবায়ক এনামুল হক সাজু,যুগ্ম আহবায়ক পান্নু খান প্রমুখ।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছেন, মুড়ি, ছোলা,চিড়া, খেজুর, চিনি, ট্যাংক। আয়োজকরা জানান, নিম্ন আয়ের মানুষদের মুখে হাসি ফোটাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। নিম্ন আয়ের মানুষ সারাদিন পরে যেন একটি ইফতার করতে পারে সে জন্য এই আয়োজন করা। রমজানে ইফতার পেয়ে সামগ্রী সন্তুষ্টি প্রকাশ করে দোয়া করেছেন।
What's Your Reaction?






