ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৬

Dec 8, 2024 - 22:46
 0  1
ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৬
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৫৯৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (০৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটির বাইরে) ৩১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটির বাইরে) ৬৭ জন, ঢাকা বিভাগে (সিটির বাইরে) ১৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩০ জন, খুলনা বিভাগে (সিটির বাইরে) ৭২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটির বাইরে) ২০ জন, রাজশাহী বিভাগে (সিটির বাইরে) ৩২ জন, রংপুর বিভাগে (সিটির বাইরে) আটজন, সিলেট বিভাগে (সিটির বাইরে) দুইজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হয়েছে ৯৬ হাজার ২২৮ জন। এর মধ্যে ৬৩ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক নয় শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ৭৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে এ নিয়ে মোট ৯৩ হাজার ৪৬৭ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন।  

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫২৯ জন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow