দীর্ঘ ২২ বছর পর ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি
দীর্ঘ ২২ বছর পরে ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে (১৫ ফেব্রুয়ারি) শুক্রবার।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করে সম্মেলন প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা জামায়াতের আমীর এডভোকেট হাফিজুর রহমান। জেলা জামায়াতের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, কর্মী সম্মেলন সফল করতে ইতোমধ্যে জেলার সবগুলো সাংগঠনিক ইউনিটে সভা করা হয়েছে। শহরে লিফলেট বিতরণ করা হয়েছে। ঈদগাহ ময়দানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
এ সম্মেলনে প্রায় ২৫ হাজার নেতা-কর্মী উপস্থিত থাকবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবের আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
What's Your Reaction?






