ঝালকাঠিতে ১৯দিন ব্যাপী তারুণ্যের মেলা শুরু

Dec 30, 2024 - 22:58
 0  2
ঝালকাঠিতে ১৯দিন ব্যাপী তারুণ্যের মেলা শুরু
ছবি : যমুনা টাইমস

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। শোভা যাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসক আশরাফুর রহমানের নেতৃত্বে জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র প্রতিনিধিরা এতে অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গোপাল, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার, ছাত্র প্রতিনিধি খালিদ সাইফুল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow