নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় জরিমানা

মোঃ মাসুদ রানা, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় পাঁচটি যানবাহনকে চার হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বাইপাস মোড়ে এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন নীলফামারী পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। অভিযানকালে ৫টি যানবাহনে ব্যবহৃত ১১টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে এই এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য যানবাহনের চালকদের সতর্ক করাসহ লিফলেট বিতরণ করা হয়।
What's Your Reaction?






