পাকিস্তানিদের শনাক্ত করে ফেরত পাঠান : অমিত শাহ

ভারতের বিভিন্ন রাজ্যে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে তাঁদের দেশে ফেরত পাঠাতে সকল মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এমন নির্দেশ দিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ শুক্রবার ভারদের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, রাজ্যে কোনও পাকিস্তানের নাগরিক আছেন কি না, তা খতিয়ে দেখুন। যদি কেউ থেকে থাকেন, তবে তাঁকে শনাক্ত করুন এবং দ্রুত পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করুন।
তবে মুখ্যমন্ত্রীদের সঙ্গে অমিত শাহের এই বৈঠকের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকার কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
গত ২২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট।
এর পরই পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত। এরই মধ্যে পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যেসব পাজিস্তানিরা এখনো ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে।
এই সময়সীমা শেষ হওয়ার পরপরই দেশের সকল মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানিদের খুঁজে খুঁজে বের করে পাকিস্তানে পাঠানোর নির্দেশ দিলেন।
What's Your Reaction?






