রাখাইনে জান্তার সদর দপ্তর আরাকান আর্মির দখলে
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী দেশটির পশ্চিমাঞ্চলে থাকা জান্তা বাহিনীর সামরিক ঘাঁটি বা সদরদপ্তর নিয়ন্ত্রণে নিয়েছে বলে জানিয়েছে। এর মধ্য দিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী দেশব্যাপী গড়ে ওঠা সশস্ত্র বিদ্রোহীদের কাছে দ্বিতীয় আঞ্চলিক কমান্ড সেন্টার হারাল। খবর রয়টার্স
বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে, বাংলাদেশ সীমান্তে অবস্থিত রাখাইন রাজ্যের পশ্চিম সীমান্তে অবস্থিত সেনাবাহিনীর কমান্ড সেন্টার তারা দখলে নিয়েছে। দুই সপ্তাহর লড়াই শেষে শুক্রবার তারা এটি দখলে নেয়। শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আরাকান আর্মি।
তবে এ বিষয়ে শনিবার (২১ ডিসেম্বর) মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্র কোনো মন্তব্য করেননি।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানে অং সান সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। তখন থেকেই দেশটিতে অস্থিরতা চলছে। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। গণবিক্ষোভে হাজার মানুষ নিহত হলে তা রূপ নেয় সশস্ত্র লড়াইয়ে। এরপর সশস্ত্র এই লড়াইয়ে বিভিন্ন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠীগুলো যোগ দেয়।
২০২৩ সালের ২৭ অক্টোবর তিনটি জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী জোটবদ্ধভাবে জান্তা বাহিনীর বিরুদ্ধে বড় পরিসরে অভিযান শুরু করে, যা ‘অপারেশন ১০২৭’ নামে বেশি পরিচিত। এ জোটে আরাকান আর্মি ছাড়াও রয়েছে কোকাং অঞ্চলের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) ও শান রাজ্যের তাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)।
এর আগে গত আগস্টে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় শহর লাশিওতে থাকা জান্তা বাহিনীর কমান্ড সেন্টার দখলে নেয় এই বিদ্রোহী গোষ্ঠী। যা মিয়ানমারের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটে।
What's Your Reaction?