প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

Dec 24, 2025 - 16:06
 0  4
প্রবাসীদের নিবন্ধনের সময় বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত
ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। একইসঙ্গে শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন উপলক্ষে তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোট গ্রহণের জন্য গত ১৮ নভেম্বর উদ্বোধন করা হয় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া। আর এই নিবন্ধনের সময়সীমা ছিল আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। তা বাড়ানো হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আখতার আহমেদ বলেন, যারা নিবন্ধন প্রক্রিয়ায় এখনও অংশ নেননি তারা অনুগ্রহ করে ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন শেষ করুন।

তিনি আরও বলেন, দ্বিতীয় আরেকটা ঘোষণা হচ্ছে, আগামী শনিবার আমরা বাংলাদেশ ব্যাংকে অনুরোধ করেছি, তফসিলভুক্ত ব্যাংকগুলো খোলা রাখতে যাতে সম্ভাব্যপ্রার্থী ও এজেন্টরা তাদের মনোনয়ন সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম শেষ করতে পারেন।

আগামীকাল তারেক রহমানের দেশে ফিরে সংবর্ধনা নেবেন, এর জন্য রিটার্নিং অফিসারের কাছ থেকে অনুমতি নিয়েছেন, সেখানে আচরণবিধি লঙ্ঘন হবে কিনা তা ইসি দেখভাল করবে কিনা জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এটা রিটার্নিং অফিসার দেখবেন।

আচরণবিধি লঙ্ঘন নিয়ে ইসি ওয়াকিবহাল না, রাজনৈতিক দলগুলোর এমন অভিযোগের বিষয়ে ইসি সচিব বলেন, আমরা ওয়াকিবহাল না এটা কেউ বলতেই পারেন। আর কেউ বলতে পারেন, আপনাদের আরেকটু তৎপর হওয়া উচিত। সবাই আচরণ বিধি মেনে চলবো এটাই আমাদের উদ্দেশ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow