ভারতে বাংলাদেশ অভিমুখে লং মার্চ, বিএসএফের বাধা

Dec 24, 2025 - 16:02
 0  5
ভারতে বাংলাদেশ অভিমুখে লং মার্চ, বিএসএফের বাধা
ছবি : সংগৃহীত

ভারতের পেট্রাপোল বন্দরে বাংলাদেশ অভিমুখে লং মার্চের চেষ্টা চালিয়েছে একটি সংগঠন। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেই লং মার্চে বাধা দেয়।

বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল বন্দর এলাকায় বুধবার বিকেলে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ সমাবেশ করে সনাতনী ঐক্য পরিষদ। বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে এই সমাবেশের ডাক দেয় সংগঠনটি।

বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী।

বিক্ষোভকারীরা বাংলাদেশ অভিমুখে লং মার্চ করার চেষ্টা করলে বিএসএফ তাদের আটকে দেয়। পরে বিক্ষোভকারীরা সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং বাংলাদেশের দিকে মাইক তাক করে উসকানিমূলক স্লোগান দেয়। এ সময় সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

এরপর বনগাঁও বাটার মোড এলাকায় বনগাঁও হিন্দু নাগরিক ঐক্য মঞ্চ ও সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে আরেকটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিজেপির এমএলএ অশোক কীর্তনীয়া এবং বিজেপির এমপি শান্তনু ঠাকুর।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বেনাপোলের ওপারে পেট্রাপোলে একটি জমায়েতের খবর শুনেছেন। তবে বাংলাদেশ বিরোধী কোনো বিক্ষোভ হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত নন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow