গাজায় যুদ্ধবিরতির পর ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে ইসরায়েল
 
                                    গাজায় যুদ্ধবিরতির পর মানবিক সহায়তা সংস্থাগুলোর প্রবেশ কিছুটা সহজ হলেও এখনও গুরুতর বাধা রয়ে গেছে—জাতিসংঘের মানবিক পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।
জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলো জানায়, চলতি সময়ে গাজায় প্রবেশ করতে চাওয়া চালানের মাত্র ৫ শতাংশ বাধাপ্রাপ্ত হচ্ছে, যা এ বছরের ১৯ মে থেকে ৯ অক্টোবর পর্যন্ত সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। তখন বাধাগ্রস্ত হচ্ছিল প্রায় ৮০ শতাংশ সহায়তা চালান।
তবে সহায়তা প্রবেশ সহজ হলেও স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভয়াবহ চাপে আছে। পুরো গাজা উপত্যকায় এখন মাত্র এক-তৃতীয়াংশ স্বাস্থ্যকেন্দ্র কার্যক্রম চালাতে পারছে। ৩৬টি হাসপাতালের মধ্যে সচল আছে মাত্র ১৪টি এবং ১৬টি ফিল্ড হাসপাতালের মধ্যে চালু আছে মাত্র ১০টি। আর ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ১,৭০০-এর বেশি স্বাস্থ্যকর্মী নিহত হওয়ায় চিকিৎসাসেবা মারাত্মকভাবে ভঙ্গুর হয়ে পড়েছে।
চিকিৎসা দলগুলো যেখানে সম্ভব জরুরি সেবা দিচ্ছে এবং রোগী সরিয়ে নেওয়ার কাজ করছে। কিন্তু হাসপাতালগুলোতে অতিরিক্ত ভিড়, নোংরা পরিবেশ, অপর্যাপ্ত স্যানিটেশন এবং ব্যাপক কুপুষ্টি লক্ষ লক্ষ মানুষকে আরও ঝুঁকির মুখে ফেলছে।
জাতিসংঘ বলছে, মানবিক সহায়তার প্রবেশ ধীরে ধীরে বাড়লেও পরিস্থিতি স্থিতিশীল করতে জরুরি আন্তর্জাতিক সহায়তা এখনো অত্যন্ত প্রয়োজন।
সূত্র: আল জাজিরা।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 



 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                             
                                             
                                             
                                             
                                             
                                            