প্রতিরক্ষা চুক্তির রূপরেখায় স্বাক্ষর করলো যুক্তরাষ্ট্র-ভারত
 
                                    দশ বছর মেয়াদি একটি প্রতিরক্ষা চুক্তির রূপরেখায় স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। শুক্রবার নিজের এক্স অ্যাকাউন্টে এমন তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই চুক্তির লক্ষ্য ভারত-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা। যেটি স্বাক্ষর হয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে।
পিট হেগসেথ এক্স (আগের টুইটার) পোস্টে লিখেছেন, ১০ বছরের প্রতিরক্ষা চুক্তির রূপরেখা স্বাক্ষরের জন্য তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই চুক্তি প্রতিরক্ষা অংশীদারত্বকে আরও এক ধাপ এগিয়ে নেবে। এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ সক্ষমতার অন্যতম ভিত্তি।
চুক্তির আওতায় সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন হেগসেথ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে বেশ কিছুদিন ধরে বাণিজ্যিক টানাপোড়েন ও জ্বালানি কূটনীতি চলছে। এমন সময়ে প্রতিরক্ষা চুক্তির রূপরেখা স্বাক্ষর হলো। এটি এশিয়ায় শক্তির ভারসাম্য পুনর্নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 



 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                             
                                             
                                             
                                             
                                             
                                            