বরিশালে আওয়ামী লীগ নেত্রী সোমা গ্রেপ্তার

Feb 10, 2025 - 02:36
 0  3
বরিশালে আওয়ামী লীগ নেত্রী সোমা গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

বরিশাল নগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমা। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর পুলিশ লাইন রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন বলেন, সারাদেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত অভিযানে সাবিনা ইয়াসমিন সোমাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাবিনা ইয়াসমিন সোমার বিরুদ্ধে বরিশাল বিএনপির অফিসে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগের মামলা রয়েছে। ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করলে বিচারক সোমাকে জেল হাজতে প্রেরণ করেন।

‍এদিকে শনিবার থেকে শুরু হয়েছে বরিশাল নগরীতে অভিযান। শনিবার দিবাগত রাতে নগরীতে রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অপারেশন এখনও শুরু হয়নি। তবে রোববার সন্ধ্যায় যৌথ বাহিনীর সঙ্গে সভা শেষে বলা যাবে। তাছাড়া বরিশাল নগরীতে অভিযানিক টিম বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow