বর্তমান সংবিধানে নির্বাচন হলে ড. ইউনুসকে নির্বাচনের পরে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে : শেখ আবদুল ওয়াদুদ

জসিম উদ্দিন, মোংলা
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল গনহত্যা ও দূর্নীতির বিচার দমশ্যমান করা এবং জাতীয় পাটিসহ ১৪ দল নিষিদ্ধ করার দাবিতে মোংলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাগেরহাটের মোংলার ১নম্বর জেটি এলাকায় দলটির পৌর আমির এম এ বারির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ও জেলা নায়েবে আমির এ্যাভোকেট শেখ আবদুল ওয়াদুদ।
প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, ‘‘ভারত থেকে আমদানী করা বর্তমান সংবিধানের আলোকে নির্বাচন হলে নির্বাচনের পর প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে কিছু দিন পর ফাঁসির কাষ্ঠে জুলতে হবে। আর যারা এখন ভারত কে সেবা দেওয়ার জন্য ব্যস্ত এবং দখল- লুটপাট ও অস্ত্র নিয়ে কেন্দ্র দখল করতে চায় তারা পিআর পদ্ধতি চায় না।’’
‘‘পিআর পদ্ধতি চালু হলে সবার ভোটের অধিকার নিশ্চিত হবে বলে দাবি করেন তিনি। তাই জামায়াতের ৫ দফা দাবি মেনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়।’’
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, বাগেরহাট জেলার সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক ইকবাল হুসাইন, মোংলা উপজেলা শাখার আমির মাওলানা আবু হানিফ মল্লিক, মোংলা পৌর জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট মো: হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে। এসময় পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নয় বলে নেতা কর্মিদের নানা শ্লোগান দিতে দেখা যায়।
What's Your Reaction?






