বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘের মহাসচিবের

Mar 15, 2025 - 17:57
 0  1
বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাতিসংঘের মহাসচিবের
ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) সকালে উদ্বোধন শেষে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন তিনি। পরে বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন আলোকচিত্র ঘুরে ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব।

সংক্ষিপ্ত ব্রিফিং এ গুতেরেস জানান, গুরুত্বপূর্ণ এই সময়ে বাংলাদেশকে সমর্থন দিতে দৃঢ় প্রতিজ্ঞ জাতিসংঘ। নিকট অতীতের চেয়ে আরও কার্যকরভাবে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

অনুষ্ঠান শেষে দুপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনায় হবার কথা রয়েছে। এ বৈঠক শেষে তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন তিনি। এছাড়া বিকেলে জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলেও জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow