বিজেপিকে ইংরেজদের দালাল বলে আখ্যা দিলেন কলকাতার অভিনেত্রী

Jan 10, 2026 - 14:12
 0  3
বিজেপিকে ইংরেজদের দালাল বলে আখ্যা দিলেন কলকাতার অভিনেত্রী
অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ‘ইংরেজের দালাল’ ও ‘ফ্যাসিস্ট’ বলে তীব্র আক্রমণ করেছেন কলকাতার অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির ক্ষমতাসীন দলকে নিয়ে এমন কড়া সমালোচনা করেন এ অভিনেত্রী।

এক লম্বা ফেসবুক পোস্টে বিজেপিকে তোপ দাগিয়ে রূপাঞ্জনা লেখেন, আপনাদের গুজরাট গণহত্যার কথা কেউ ভুলে যায়নি। ধর্মের নামে তথাকথিত ‘কল্যাটারাল ড্যামেজ’ ঘটিয়ে আপনাদের রক্তমাখা মুখ আজ দিল্লির ‘সিরতাজ’ হয়ে বসেছে।

অভিনেত্রী লেখেন, বাংলার মানুষ নিজের কর্তব্য পালন করতে জানে, কারণ তারা মানবিক, দায়িত্বশীল এবং সব ধর্ম, বর্ণ ও ভাষাভাষীর মানুষের সঙ্গে সম্মান ও সহাবস্থানের সংস্কৃতিতে বিশ্বাসী। আমাদের প্রতিটি ধর্মীয় উৎসবকে আমরা যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে উদ্‌যাপন করতে জানি। ভাগ্যিস, আপনাদের মতো দুর্বল চিত্তের মানুষদের সাথে সম্পর্ক ত্যাগ করেছিলাম।

ব্রিটিশ আমলের বিভাজন রাজনীতির সঙ্গে তুলনা করে রূপাঞ্জনা লেখেন, আপনারা শুধু ত্রাস বুনতে জানেন, যাতে আপনাদের ইংরেজদের মতোই বিভাজন রাজনীতি আরো মজবুত হয়, আর এতেই আপনারা মজা পেয়ে থাকেন। আসলে আপনারা ওটাই, ‘স্যাডিস্ট ও ফ্যাসিস্ট’। ধিক্কার আপনাদের।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় রূপাঞ্জনা। আগে বিজেপির সঙ্গেই যুক্ত ছিলেন এই অভিনেত্রী। এখন বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন অভিনেত্রী। দলের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, তৃণমূলের নির্বাচনী কৌশল ও প্রার্থী তালিকা হাতিয়ে নিতেই এই অভিযান চালানো হয়েছে। এর প্রতিবাদে গত ৯ জানুয়ারি যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন মুখ্যমন্ত্রী, যেখানে টালিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন। সেই ঘটনার রেশ ধরেই রূপাঞ্জনা মিত্র বিজেপির বিরুদ্ধে এই আক্রমণাত্মক অবস্থান নিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow