ময়লার স্তূপে পাওয়া গেল চার হাজার এনআইডি কার্ড ও নির্বাচনি সিল

Sep 22, 2025 - 16:23
 0  8
ময়লার স্তূপে পাওয়া গেল চার হাজার এনআইডি কার্ড ও নির্বাচনি সিল
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ময়লার স্তূপের ভেতর থেকে প্রায় চার হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পোলিং এজেন্টদের পরিচয়পত্র এবং নির্বাচনি সিল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে একটি সাদা মাইক্রোবাসে করে কয়েকজন ব্যক্তি স্টেডিয়ামের পাশে ময়লার ভাগাড়ে কয়েকটি বস্তা ফেলে চলে যায়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তারা বস্তাগুলো খুলে দেখতে পান ভেতরে রয়েছে লেমিনেটিং করা হাজার হাজার এনআইডি কার্ড, পোলিং এজেন্টদের কার্ড ও পুরনো নির্বাচনি সিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাগুলো উদ্ধার করে।

ঘটনার পর নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. আবদুস সাত্তার ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, গাজীপুর সদর উপজেলার বিভিন্ন নামের চার হাজারের বেশি লেমিনেটিং করা এনআইডি কার্ড ফতুল্লা স্টেডিয়ামের পাশে ময়লার স্তূপে পাওয়া গেছে। পরে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উপস্থিতিতে সেগুলো উদ্ধার করে অফিসের হেফাজতে নেয়া হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, ‘উদ্ধার হওয়া কার্ডগুলো লেমিনেটেড এবং বেশ পুরনো। নির্বাচন কমিশনকে বিষয়টি জানানো হলে, তারা ঘটনাস্থলে এসে জিডি করে কার্ডগুলো নিয়ে গেছে। যদি পরবর্তীতে তারা মামলা দায়ের করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান সাংবাদিকদের জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা এনআইডি কার্ডগুলো স্মার্টকার্ড নয়। সবগুলোই পুরনো কার্ড। কার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে, এগুলো নারায়ণগঞ্জ জেলার কোনো এলাকার কারও নয়। প্রায় সবগুলো কার্ডে ইস্যুকৃত ঠিকানা গাজীপুরের। এ বিষয়ে তদন্ত চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow