মুন্সিগঞ্জে নাশকতার প্রস্তুতিকালে ৩ বালতি ককটেলসহ গ্রেপ্তার ১
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে নাশকতার প্রস্তুতিকালে যৌথ বাহিনীর অভিযানে একটি বাড়ি থেকে ৩ বালতি অবিস্ফোরিত ককটেল ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) দুপুর ৪টার দিকে পৌরসভার বৈখর এলাকা থেকে এসব ককটেল ও সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায়, মো. হাসান বেপারী (৩৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়ে। গ্রেপ্তারকৃত হাসান চরডুমুরিয়া এলাকার আবুল কাশেমের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মুন্সিগঞ্জ সদর আর্মি ক্যাম্প জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বৈখর এলাকায় অনির্বান স্কুলের পাশে একটি অভিযান চালানো হয়। এসময় বাসা ও বিভিন্ন স্থানে লুকায়িত অবস্থায় তিনটি বালতিতে ৪০টি অবিস্ফোরিত তাজা ককটেল উদ্ধার করা হয়। একইসাথে ৯৫টি জার, ১টি মোবাইল ও ২টি পাসপোর্ট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত হাসানকে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানানো হয়।
What's Your Reaction?

