সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে কালিয়াকৈরে মানববন্ধন

Aug 10, 2025 - 00:16
 0  3
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে কালিয়াকৈরে মানববন্ধন
ছবি : সংগৃহীত

গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি

প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে  মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় উপজেলা চত্বরে কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, কালের কণ্ঠের কালিয়াকৈর প্রতিনিধি এম মাহবুব হাসান মেহেদী, আরটিভির বিপ্লব হোসেন, স্বদেশ প্রতিদিনের দেলোয়ার হোসেন শিকদার, আমার দেশের আব্দুল আলিম অভি, এশিয়ান টিভির দেলোয়ার হোসেন, আলোকিত প্রতিদিনের শাহআলম শিকদার, চ্যানেল এওয়ানের তুষার আহম্মেদসহ আরও অনেকে।

বক্তারা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত আসামিদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান। তারা বলেন, সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশের গণমাধ্যম স্বাধীনতা হুমকির মুখে পড়বে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেন এবং হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow