গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সাংবাদিকদের পেশাগত রাষ্টীয় নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় শ্রীনগরের ডাকবাংলো মোড়ে মুন্সীগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের আঞ্চলিক সংগঠন বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিক্রমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম মাহবুব, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শেখ আসলাম, এটিএন বাংলার প্রতিনিধি রুবেল ইসলাম তাহমিদ, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কোষাদক্ষ্য আসাদুজ্জামান জীবন, প্রচার ও দপ্তর সম্পাদক মেহেদী সুমন, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধীর রাজ বংশী, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম ইসলাম নিতুল। সাংবাদিক আমিনুল ইসলাম মাসুম, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সিকদার।
এ সময় আরও বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ রিপোর্টার ইউনিটির প্রচার সম্পাদক আসাদুজ্জামান নবিন, শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আল আমিন, সহ-সভাপতি ফরহাদ হোসেন জনি, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, কার্যকরী সদস্য জাকির লস্কর, সদস্য মোস্তাকিম আলিফ, ফয়সাল, সিরাজদিখান প্রেসক্লাবের সদস্য আরিফুল ইসলাম শাকিল, সাংবাদিক মো. সহিদুল ইসলাম (রুপক), মো. ফারুকসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তুহিনসহ নির্যাতিত সকল সাংবাদিকদের হত্যার প্রতিবাদ জানায়।
What's Your Reaction?






