নগরকান্দায় তোফাজদ্দীন ফিলিং স্টেশনে যৌথ বাহিনীর অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Sep 7, 2025 - 20:42
 0  2
নগরকান্দায় তোফাজদ্দীন ফিলিং স্টেশনে যৌথ বাহিনীর অভিযান, ২ লাখ টাকা জরিমানা
ছবি : সংগৃহীত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মহিলা রোড সংলগ্ন মেসার্স তোফাজদ্দীন ফিলিং স্টেশনে অবৈধ গ্যাস সিলিন্ডার ভর্তি করে বিক্রয়ের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাত থেকে সকাল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দবির উদ্দিন এর নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বসতবাড়ীতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের গ্যাস অবৈধভাবে ভর্তি করে বিক্রি করার দায়ে তোফাজদ্দীন ফিলিং স্টেশনের কর্মচারী সুজন (৩০), কে বিস্ফোরক আইন-১৮৮৪ এবং ভোক্তা অধিকার আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রথমবার সতর্ক করে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দবির উদ্দিন বলেন, “জনসাধারণের নিরাপত্তা ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা আইনের বাইরে গিয়ে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ব্যবসা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow