যমুনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে চলছে জাটকা নিধন

সিরাজগঞ্জের কাজিপুরে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে যমুনা নদীতে চলছে অবাধে জাটকা নিধন। উপজেলা মৎস্য অফিসের নিষ্ক্রিয়তায় দিন-রাত সমান তালে যমুনার বিভিন্ন পয়েন্ট থেকে জাটকা শিকার করা হচ্ছে।
জাটকা নিধনের প্রধান ঘাট হচ্ছে কাজিপুর সদর ইউনিয়নের বগার মোড় এলাকা। এক শ্রেণির অসাধু মৎস্যজীবী চেলি বেড়জাল, কারেন্ট জাল ও কোনাজাল ব্যবহার করে ছোট ছোট ইলিশ ধরছেন। মাঝেমধ্যে দু-একটা অভিযান চললেও তাতে কাজের কাজ কিছুই হচ্ছে না।
সরেজমিন উপজেলার মেঘাই ঘাট এলাকায় মাছের পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে, প্রকাশ্যে এসব জাটকা পাইকারি বিক্রি হচ্ছে। এখান থেকে সেই মাছ উপজেলার ঢেকুরিয়া, সোনামুখী, সীমান্ত বাজারসহ ছোট ছোট বাজারেও বিক্রি হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে অনেক জেলে জানিয়েছেন, জাটকা আহরণে উপজেলা মৎস্য অফিসের যোগসাজশ রয়েছে। আমরা খবর পৌঁছালেও তিনি গা করেন না।
কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক বলেন, ‘সব তো আর ঠেকানো যায় না। তা ছাড়া নৌ পুলিশের সহায়তা চেয়ে পাওয়া যায় না। আর সময় খারাপ, থানা-পুলিশও তেমন মুভ করতে চায় না।
What's Your Reaction?






