ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

Feb 27, 2025 - 17:09
 0  7
ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
ছবি : যমুনা টাইমস

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে সম্প্রতি সময়ে দেশের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষন চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ও সন্ত্রাসীদের বিচারের দাবীতে পৃথক পৃথক স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় বরিশাল- খুলনা আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করেন আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সাবেক ও বর্তমান ছাত্রীরা।

এ সময়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান মানববন্ধনরত শিক্ষার্থীরা। অপরদিকে রাজপুরের সকল সাধারণ ছাত্র জনতার ব্যনারে মানববন্ধন ও প্রতিবাদে সমাবেশ করেন সাধারণ ছাত্র জনতা শহরে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজাপুর থানার সামনে এসে মানববন্ধন করেন।

এ সময় বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান ও সানজিদা আক্তার। তারা বলেন, অতি দ্রুত ধর্ষকদের শাস্তি প্রকশ্যে মৃত্যুদন্ড করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অতিদ্রুত স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে হবে। অন্যথায় জুলাই আগষ্টের মতো ছাত্র জনতাদের নিয়ে আবারও রাজপথে নামের হুশিয়ারি দেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow