শাহজাদপুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে সাংবাদিক সহ আহত ১০

এম এ হান্নান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সিরাজগঞ্জ বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার সহ উভয় পক্ষের প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।
এছাড়াও সংঘর্ষের ভিডিও ধারণের সময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের কোষাধ্যক্ষ ও দি ডেইলি স্কাই পত্রিকার প্রতিনিধি সেলিম তালুকদারের উপরে হামলা ও মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে উভয়পক্ষ এই ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।
জানা যায়, দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য গোলাম সরোয়ারের শাহজাদপুর আগমন নিয়ে সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ড. এম এ মুহিতের অনুসারীরা দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। এসময় তারা ড. এম এ মুহিতের নামে শ্লোগান দিতে থাকে।
এসময় গোলাম সারোয়ার তার অনুসারীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এলে অবস্থানরত নেতাকর্মীরা তাদের উপরে হামলা করে এবং ধাওয়া দেয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১২ জন আহত হওয়ার দাবি করা হয়েছে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
পরে বেলা আড়াইটায় আহত গোলাম সরোয়ার এই হামলার ঘটনায় পৌর শহরের দ্বাবারিয়া গ্রামে তার বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিতের নির্দেশে তার অনুসারীরা হামলা চালায়।
পরে বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আলাদা আলাদা সংবাদ সম্মেলন করেন। এসময় তারা বলেন, গত ১৭ বছর তৃণমূল বিএনপির সাথে গোলাম সরোয়ারের কোন সম্পর্ক ছিলনা। তিনি কোন খবর না দিয়ে আওয়ামী লীগের লোকজন নিয়ে দলীয় কার্যালয়ে আসার খবরে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সাংবাদিক সেলিম তালুকদারের উপরে হামলার ঘটনায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের মাঝে অস্থিরতা বিরাজ করছে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে তারা শাস্তির দাবি জানিয়েছেন। নাহলে শাহজাদপুরে কর্মরত সাংবাদিকরা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
এই ঘটনায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, এখন পর্যন্ত এই বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?






