রাজশাহীতে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া

Mar 31, 2025 - 19:25
 0  3
রাজশাহীতে ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া
ছবি : সংগৃহীত

রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় রাজশাহী হযরত শাহ মখদুম ঈদগাহ ময়দানে। হাজারো মুসল্লি এ জামাতে অংশ নিতে সকাল থেকেই মাঠে আসতে শুরু করেন। 

ঈদের জামাতে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপি ও জামায়াতের জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও অংশ নেন বিভাগীয় কমিশনার আজিম উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ বিশিষ্ট নাগরিকগণ।

নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এদিকে নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। সেই সঙ্গে ফিলিস্তিনে বিপদাপন্ন মুসলিম জাতির জন্য বিশেষ দোয়া করা হয়। রাজশাহী শাহ মখদুম ঈদগাহ ময়দান ছাড়াও ঈদের বড় বড় জামাত অনুষ্ঠিত হয়েছে টিকাপাড়া ঈদগাহ ময়দান, সাহেব বাজার বড় রাস্তা, রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পাড়া মহল্লার সকল ঈদগাহ এবং মসজিদে। 

নামাজ শেষে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিরা দেশের সামনের দিন আরও ভালো ও মঙ্গলময় হোক বলে প্রার্থনা করেছেন। ঈদের নামাজ উপলক্ষে সকল ঈদগাহ এবং নগরীতে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow