ঈদে যে বার্তা দিলেন তামিম ইকবাল

আজ সোমবার বাংলাদেশে পালিত হচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে ঈদের শুভেচ্ছা জানাতে থাকেন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে দেশের ক্রীড়াঙ্গনের তারকারাও। এরই ধারাবাহিকতায় ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান।
কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন তিনি। বিপদের সেই সময় পার করে এখন তিনি সুস্থ হয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। তাই তার বিষয়ে খুঁটিনাটি জানতে ভক্তদের আগ্রহ বেড়েছে বেশ।
তবে ভক্ত-সমর্থকদের হতাশ করেননি তামিম। এই বিশেষ দিনে ভক্তদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। আজ ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল পেজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আল্লাহ এবারের ঈদে আপনাকে স্বাস্থ্য, আনন্দ ও উন্নতি দান করুন। ঈদ মোবারক।’
গত ২৪ মার্চ জীবনের অন্যতম কালো অধ্যায় রচিত হওয়া থেকে রক্ষা পান তামিম। ২২ মিনিট হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পরও বেঁচে ফিরে আসেন তিনি। দ্রুত তাকে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার হার্টে রিং পরানো হয়।
এভারকেয়ার হাসপাতালে দু’দিন চিকিৎসা নেওয়ার পর ২৮ মার্চ তিনি বাড়ি ফিরে যান। এবার ঈদটা পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন তামিম। তবে সেই দুঃসহ স্মৃতি হয়তো তিনি এখনো ভুলতে পারেননি। তাই তার ঈদ শুভেচ্ছায় সবার সুস্বাস্থ্যের জন্য বিশেষ প্রার্থনা করেছেন।
What's Your Reaction?






