ঈদের শুভেচ্ছা বার্তা দিলেন হামজা চৌধুরী

পবিত্র ঈদুল ফিতরের উৎসবে মেতে উঠেছে পুরো মুসলিম বিশ্ব। এই উৎসবের ছোয়া লেগেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। বিশ্ব নেতাদের পাশাপাশি ক্রীড়াঙ্গনের সুপারস্টাররা মুসলিমদের সবচেয়ে বড় উৎসবের এই দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভুলেননি দেশের তারকা ক্রীড়াবিদরাও। ক'দিন আগে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া হামজা দেওয়ান চৌধুরী শুভেচ্ছা জানিয়েছেন দেশের সমর্থকদের।
বাংলাদেশের ফুটবল দলে যোগ দেয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই বিশ্ব তারকা। সর্বশেষ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন তিনি। ইংল্যান্ডে ফিরে গেলেও, সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
এক ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার সঙ্গে দ্রুত আবার দেখা হবে।’ জুনে আবারও লাল-সবুজের হয়ে মাঠে নামার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। আশা করি সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন।’
এ ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিয়েছে। ঈদের খুশি ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হকও ।
এদিকে, সৌদি আরবে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতির প্রতি ভালোবাসার অন্যন্য প্রতিফলন ঘটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর। ঐতিহ্যবাহী জোব্বা পরিধান করে, সৌদি জাতীয় পতাকা গায়ে জড়িয়ে এবং হাতে তলোয়ার নিয়ে ঈদ উদযাপন করেছেন এবং ভক্তদের শুভেচ্ছা জানিয়েন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘এই বিশেষ সময়টি আপনাদের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক।’ একই সঙ্গে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর ও সৌদি আরবের আরেক জনপ্রিয় ক্লাব আল হিলাল।
What's Your Reaction?






