ঈদের দিনে ফতুল্লায় যুবককে গুলি করে হত্যা

Mar 31, 2025 - 19:13
 0  3
ঈদের দিনে ফতুল্লায় যুবককে গুলি করে হত্যা
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কির জেরে পাভেল (৩৯) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (৩১ মার্চ) ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে তিনি মারা যান। নিহত পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিমপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর ছেলে।

স্থানীয়রা জানায়, ৩০ মার্চ সন্ধ্যায় ইফতারের পর নিহত পাভেল চুল কাটার কথা বলে বাসা থেকে বের হন। পরে রাত ১০টার দিকে পাভেলের বড় ভাই রুবেলের মোবাইলে একটি অজানা কল আসে, তবে কলটি কেটে দেয়া হয়। পরদিন ভোর ৬টার দিকে ভিকটিমের খালাতো ভাই মো. রিফাত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় পাভেলকে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তার বড় ভাই মো. মাসুমসহ এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মাসুম জানান, তার ভাই পাভেলের সঙ্গে পাশের বাড়ির বাবু ওরফে কবুতর বাবুর একটি কবুতর নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরে কবুতর বাবু পিস্তল দিয়ে পাভেলের বুকে গুলি করে পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত রায়হান বাবু এলাকায় মাদকসেবনসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নিহত পাভেলের সঙ্গে তার পূর্বপরিচয় ছিল এবং ধারণা করা হচ্ছে, মাদক কেনাবেচার টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে এবং দ্রুত মামলার কার্যক্রম শুরু করা হবে। নিহতের পরিবার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow