হেনস্তা ও ডিম ছোড়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা করলেন আখতার হোসেন

Sep 26, 2025 - 00:10
 0  9
হেনস্তা ও ডিম ছোড়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা করলেন আখতার হোসেন
ছবি : সংগৃহীত

নিউইয়র্কে হেনস্তা ও ডিম ছোড়ার ঘটনায় মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্টে এ মামলা দায়ের করেন তিনি।

মামলায় দুইজনের নাম উল্লেখ করে আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। আখতার হোসেন অভিযোগ করেন, বিমানবন্দরে হামলার পরও লবি ও আশপাশের এলাকায় তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল। এ কারণে তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।

আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। 

প্রসঙ্গত, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছালে বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগ কর্মীরা বিক্ষোভ করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির নেতা হুমায়ুন কবির, এনসিপি নেতা আখতার হোসেন ও ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দেয়া হয়।

পরে আখতার হোসেনকে লক্ষ্য করে কয়েকজন কর্মী ডিম নিক্ষেপ করেন। নিরাপত্তা ঝুঁকির মুখে তারা পুলিশের সহায়তায় বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow