হেনস্তা ও ডিম ছোড়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে মামলা করলেন আখতার হোসেন

নিউইয়র্কে হেনস্তা ও ডিম ছোড়ার ঘটনায় মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১১টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্টে এ মামলা দায়ের করেন তিনি।
মামলায় দুইজনের নাম উল্লেখ করে আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। আখতার হোসেন অভিযোগ করেন, বিমানবন্দরে হামলার পরও লবি ও আশপাশের এলাকায় তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছিল। এ কারণে তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।
আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফিরবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
প্রসঙ্গত, জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছালে বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগ কর্মীরা বিক্ষোভ করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির নেতা হুমায়ুন কবির, এনসিপি নেতা আখতার হোসেন ও ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দেয়া হয়।
পরে আখতার হোসেনকে লক্ষ্য করে কয়েকজন কর্মী ডিম নিক্ষেপ করেন। নিরাপত্তা ঝুঁকির মুখে তারা পুলিশের সহায়তায় বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।
What's Your Reaction?






